ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুড়িগঙ্গা বাঁচাতে ৬ দফা

প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৯ মার্চ ২০১৫

রাজধানীর বুড়িগঙ্গা নদী বাঁচাতে ছয় দফা দাবি জানিয়েছে পরিবেশ রক্ষায় আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ রক্ষায় আন্দোলনকারী ১১টি সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে বুড়িগঙ্গা দখল করে নির্মিত ভবনসমূহে বিদ্যুৎ-পানিসহ সব ধরনের জ্বালানি সরবরাহ করা, সিএ রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গার সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন, বুড়িগঙ্গা চ্যানেলে বরাদ্দকৃত জায়গা সরকার কর্তৃক বাতিল করা, ব্যক্তি ও সংস্থার নামে চ্যানেলের রেকর্ডসর্মহ আইনবহির্ভূত ঘোষণা, খনন কাজ করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

বিএ/আরআইপি