ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে যাত্রীর পেট থেকে ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ

প্রকাশিত: ০৭:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর পেট থেকে ৬০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

আটককৃতের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি ফেনীতে। তিনি দুবাই থেকে একটি বিমানে রাত সাড়ে ৮টার দিকে শাহজালালে অবতরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এএইচএম আহসানুল হক জাগো নিউজকে বলেন, সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় জাহাঙ্গীর আলমকে। তিনি স্বর্ণ নেই জানালেও যন্ত্রে স্বর্ণ থাকার বিষয়ে সিগন্যাল দিচ্ছিল। পরে টয়লেটে নিয়ে অনেক শারীরিক কসরতের পর পেট থেকে ১০টি স্বর্ণের বার বের করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত মোট স্বর্ণের ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আহসানুল হক আরও জানান, জাহাঙ্গীর পেশায় একজন নাপিত। আটকের পর জিজ্ঞাসাবাদে জানায়, চুল-দাড়ি কাটেন আর অবসরে দেশ-বিদেশ ঘুরে বেড়ান। বিদেশে যান খালি হাতে, কিন্তু ফেরেন কোটিপতি হয়ে। কৌশলী হওয়ায় ব্যাগ-পত্র, শরীর তল্লাশি করে পাওয়া যায় না কিছুই। তবে এবার আর্চওয়ে সিগন্যাল দিলে আটকে দেয়া হয়।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/বিএ