ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাহমুদ আব্বাসকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বিকেল ৫টায় তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন মাহমুদ আব্বাস।

বাংলাদেশে মাহমুদ আব্বাসের এটি প্রথম সফর। ২০১৬ সালে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার পথে শাহজালালে যাত্রাবিরতি করেছিলেন তিনি। সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করবেন।

ঢাকা সফরের শুরুতেই আব্বাস সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

তিনদিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাস, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি খালদিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকবেন।  

মাহমুদ আব্বাস তার সম্মানে রাষ্ট্রপতি আবদুল হামিদ আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। তিনদিনের সফর শেষে ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা ত্যাগ করবেন তিনি।  
 
এইউএ/এএইচ/জেআইএম