ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সার্চ কমিটির ২য় বৈঠক চলছে

প্রকাশিত: ১০:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক চলছে। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়। ধারণা করা হচ্ছে, ইসি গঠনে রাজনৈতিক দলগুলো যেসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে বৈঠকে সেসব নাম পর্যালোচনা করা হবে।

এর আগে সার্চ কমিটির আহ্বানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে দুই দলের প্রস্তাবিত নামগুলো জানা যায়নি।

মঙ্গলবার বেলা পৌনে ১টায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে নামগুলো রয়েছে।

অপরদিকে প্রায় একই সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, এর আগে রোববার সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার নতুন ইসি গঠনের উদ্দেশ্যে দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

এএসএস/ওআর/আরআইপি

আরও পড়ুন