ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হকার উচ্ছেদ বন্ধের আন্দোলনে হিজড়া সম্প্রদায়

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালােএবং আইন প্রণয়নের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে হিজড়া সম্প্রদায়। রোববার দুপুরে হকার সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে তারা একাত্মতা প্রকাশ করে।

হিজড়া সম্প্রদায়ের দাবি, সরকার হিজড়াদের জন্য এখনও দৃশ্যমান কিছু করেনি। ছিন্নমূলদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও কিছু করেননি। হকার ও ফুটপাত ব্যবসায়ীদের ওপর নির্ভর করে হিজড়াদের জীবিকা চলে। কিন্তু হকারদের উচ্ছেদ করা হলে বিপাকে পড়বে হিজড়ারাও।  

hijra

সমাবেশে অনু হিজড়া বলেন, ফুটপাতের হকারদের কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা নিয়ে আমাদের জীবিকা। উচ্ছেদ করা হলে শুধু হকাররাই বিপাকে পড়বে না হিজড়া সম্প্রদায়ের জীবিকাও হুমকির মুখে পড়বে। সেজন্য অবিলম্বে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা আইন প্রণয়নের দাবি জানান তিনি।

হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হোসাইন হিজড়াদের একাত্মতা ঘোষণা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেইউ/এএইচ/জেআইএম