ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদোন্নতির সার-সংক্ষেপ পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৬ মার্চ ২০১৫

জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যালোচনা করবেন। এ জন্য সার-সংক্ষেপ অনুমোদনে সময় লাগছে। বুধবার এবং বৃহস্প্রতিবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি থাকার কারণে এই দু’দিন তিনি এ কাজে সময় দিতে পারছেন না।

আর তাই পদোন্নতিতেও কিছুটা বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সোমবার প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব- এই তিন স্তরের পদোন্নতির সার-সংক্ষেপ চূড়ান্ত করে।

মঙ্গলবার বিকেলে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য জনপ্রশাসন সচিব নিজ হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান। সার-সংক্ষেপটি ভালোভাবে পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী এটি রেখে দেন।

বিএ/পিআর