গুলশানে রেস্তোরাঁ ও চার ব্যক্তিকে সোয়া লাখ টাকা জরিমানা
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি রেস্টুরেন্ট ও চার ব্যক্তিকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন এবং বিএসটিআই।
বুধবার দুপুরে এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসলিমা আকতার এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, ১৩৮ গুলশান এভিনিউস্থ, “হান্ডি রেস্তোরাঁ”তে অস্বাস্থ্যকর পরিবেশ ও একই ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ, মাংস সংরক্ষণ করে পরিবেশন করায় এর ব্যবস্থাপক নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা, “রিয়া থাই বিউটি পার্লার” লাইসেন্স ছাড়া দোকান পরিচালনা করায় এর ব্যবস্থাপক বিকাশ চন্দ্রকে ২৫ হাজার টাকা এবং অবৈধভাবে ফুটপাত দখল করে বাড়ি তৈরির নির্মাণসামগ্রী ফেলে রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বেঙ্গল চেয়ার হাউসের আ. রশিদকে ২৫ হাজার টাকা, আব্দুল মমিনকে ২৫ হাজার টাকা এবং রেমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. সাইদুর রহমান রুবেল জানান, “ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
আরএম/বিএ