ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক্ষতিপূরণ পাবেন ডেসটিনির বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৪ মার্চ ২০১৫

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিতে বিনিয়োগকারী লাখ লাখ গ্রহকের অর্থ ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান। মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোম্পানিটির যে সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। এমএলএম ব্যবসার নামে ডেসটিনি কোম্পানি লাখ লাখ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। যা আমাদের দেশের অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে ডেসটিনির যেসব সম্পদ রয়েছে সেগুলো লিক্যুইড করার একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি সম্পদের তালিকা ও হিসাব করা হচ্ছে। তবে বিষয়টি সময় সাপেক্ষ বলে একটু দেরি হচ্ছে।

এএইচ/পিআর