ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৪ মার্চ ২০১৫

মাঠ পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা যেন নিয়মিত উপস্থিত থাকে তা নিশ্চিত করতে জেলার সিভিল সার্জনদেরকে আরও কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসা ব্যহত হতে পারে এমন কোনো পরিস্থিতি বরদাস্ত করা হবে না। যে সিভিল সার্জন তার অধীনস্থ চিকিৎসকদের গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না তাঁকেও জবাবদিহির আওতায় আনা হবে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সংক্রান্ত এক মনিটরিং সভায় সভাপতিত্বকালে একথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ডা. মাখদুমা নার্গিসসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের দরিদ্র মানুষ আজ যে কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তার ফসল। বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এক দৃষ্টান্ত স্থাপনকারী কার্যক্রম।

তিনি আরও বলেন, এই ব্যবস্থাকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতে মাঠ পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডারদের আরো মনোযোগী ও সতর্ক থাকতে হবে। নিয়মিত ক্লিনিকে থেকে সেবা না দেওয়ার কোনো অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বর্তমান সরকারের সময়ে দেশের স্বাস্থ্য সেবা যেভাবে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা কুড়াচ্ছে তাকে আরও ঊর্ধ্বে তুলে ধরতে সকলকে কাজ করারও আহ্বান জানান তিনি।

এসএ/বিএ/আরআই