ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক সপ্তাহেই হজ কোটার ৫০ শতাংশ প্রাক নিবন্ধন শেষ

প্রকাশিত: ১১:৪০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত কোটার ৫০ ভাগের বেশি প্রাক নিবন্ধন ইতোমধ্যেই শেষ হয়েছে। গত ১৫ জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক নিবন্ধন শুরু হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে কোটার অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে আজ (সোমবার) দুপুর পর্যন্ত মোট ২ হাজার ২৬১ জন হজ গমনেচ্ছু প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। তাছাড়া চলতি বছর হজে যাওয়ার জন্য গত বছর আগাম ৪৪৪ জন প্রাক নিবন্ধন করে রেখেছিলেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার হজযাত্রীকে পাঠানো হবে।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন শুরু হলেও বেসরকারি ব্যবস্থাপনায় এখনও শুরু হয়নি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, সৌদি সরকারের সঙ্গে চলতি বছরের হজ চুক্তি সম্পাদনের জন্য আগামী ২৯ জানুয়ারি (রোববার) ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি ও কারিগরি দল সৌদি আরব যাচ্ছেন।

হজ চুক্তি শেষে আগামী ৪ ফেব্রুয়ারি তারা দেশে ফিরবেন। এরপর চলতি বছর হাজির মোট সংখ্যা জেনে প্রাক নিবন্ধন শুরু করবে কর্তৃপক্ষ। তবে হাবের কিছুসংখ্যক সদস্য এর আগেই প্রাক নিবন্ধনের কাজ শুরু করতে চান।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৯৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ৯০০ জন পবিত্র হজ পালন করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর মোট ৪০ হাজার ৯৪ জন প্রাক নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিরা যেতে পারেননি। ফলে এবার হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় শতকরা ৫০ ভাগ কোটায় প্রাক নিবন্ধনের খবরের সত্যতা সম্পর্কে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ (সোমবার) পর্যন্ত ২ হাজার ২শ’ ৬১ জন প্রাক নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানোর লক্ষ্যে প্রাক নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন।

এমইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন