ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বছরে ৫শ’র বেশি ওমরাহ হজযাত্রী পাঠাতে পারবে না কোনো এজেন্সি

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

বছরে ৫শ’র বেশি ওমরাহ হজযাত্রী পাঠাতে পারবে না কোনো এজেন্সি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে জাতীয় হজ ও ওমরাহ নীতির ২১.২.৩ অনুযায়ী বছরে ৫০০ জনের বেশি ওমরাহ হজযাত্রী না প্রেরণের নির্দেশক্রমে এ অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছর (২০১৭) সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের অনলাইনে প্রাকনিবন্ধন শুরু হয়েছে। গত রোববার (১৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান।

এমইউ/আরএস/এমএস

আরও পড়ুন