ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মতিঝিল-গুলিস্তান-রমনায় হকার উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, গুলিস্তান ও রমনা এলাকায় পরিচালিত হবে।
 
রোববার বেলা ২টা থেকে ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা মট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য রয়েছেন।  
 
উচ্ছেদ অভিযান চালানো হবে- সকালেই এমন খবর শুনে হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সকাল থেকে পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া পুলিশের জলকামান, কাভার্ড ভ্যান ও সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাম্বুলেন্সও দেখা গেছে সেখানে।

matijheel

এর আগে গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মেয়র রোববার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। ঘোষণা মতে, রোববার যারা সড়ক ছাড়েনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়।  

এদিকে গুলিস্তান ও তার আশপাশের এলাকায় হকার উঠে যাওয়ায় পুরো এলাকা ফাঁকা দেখা গেছে।

এমএসএস/এনএফ/আরআইপি