ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তদবিরবাজ প্রকৌশলীরাও ছাড় পাবেন না : কাদের

প্রকাশিত: ১০:১৩ এএম, ১৯ মার্চ ২০১৫

প্রকৌশলীরা ‘রাজনৈতিকভাবে’ তদবির করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিআরটিসি, বিআরটিএ বা সড়ক ও জনপথ হোক, ইঞ্জিনিয়ারদের কারও জন্য যদি পলিটিক্যাল তদবির আসে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রকৌশলীরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ছুটি না চেয়ে পলিটিক্যাল তদবরি করেন। তাদের উদ্দেশ্যটা কি? এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা আমরা অ্যালাও করব না। তবে শুধু মানবিক বিষয়গুলো আমরা বিবেচনায় নেব।

বর্ষা মৌসুম ও ঈদুল-ফিতর সামনে রেখে সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী করতে প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়ক-মহাসড়কের কাজের মানে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কাজের মানের অবনতি হয়েছে- এমন যেন দেখতে না হয়, সে বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/আরআই