ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশাসনে রদবদল

প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৯ মার্চ ২০১৫

বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতরের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ড. মো. খালেদ হোসেন। এর আগে তিনি বিনিয়োগ বোর্ডের সচিব (উপসচিব) ছিলেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আইয়ূব আলীকে বিনিয়োগ বোর্ডের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল আলমকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপ-পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের একান্ত সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উপপরিচালক অলিউর রহমনাকে একই প্রতিষ্ঠানের সচিবের একান্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা প্রেষণে থাকা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপপরিচালক ডা. শেখ মুসলিমা মুনকে মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বিবিএস (ইকনোমিক) ক্যাডারের কর্মকর্তা প্রেষণে কর্মরত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ নাজমুল আহসানকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এবং বিসিএস ইকনোমিক একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প পরিকল্পনা কমিশনের সহকারী প্রকল্প পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক করা হয়েছে।

এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি কমিশনার বেগম হেলেনা পারভীনের পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিএ/এমএস