ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পেশাদার পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৪ আগস্ট ২০১৪

জননিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর পেশাদার সদস্য হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশে ওরিয়েন্টেশন কোর্সে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

পুলিশের মহাপরির্শক বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে পুলিশ সার্ভিস দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য পুলিশ একাডেমীর এক বছর মেয়াদী প্রশিক্ষণকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদেরকে আগামী দিনের জনপ্রত্যাশা পূরণে একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পেশাগত শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা বিধানে নিয়োজিত একটি সুশৃঙ্খল বাহিনী। শৃঙ্খলাই এ বাহিনীর মূল ভিত্তি। এখানে বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ নেই।’

আইজিপি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সর্বপ্রথম রাজারবাগে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের নির্ভীক সদস্যরা। আমাদের মহান মুক্তিযুদ্ধে এ বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ একটি সেবাধর্মী জনমুখী প্রতিষ্ঠান। আপনাদেরকে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেবার ব্রত নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘গতবছর রাষ্ট্র ও সমাজ বিরোধীদের অপতৎপরতা থেকে জনগণের জানমাল রক্ষাকালে আমাদের নিষ্ঠাবান ১৭ জন সদস্য আত্মহুতি দিয়েছেন। তাদের এ সুমহান আত্মত্যাগ আমাদেরকে গৌরবান্বিত করছে। ফলে পুলিশ সম্পর্কে ধারণা পরিবর্তন হচ্ছে এবং পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে।’

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি মো. আমির উদ্দিন, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরীসহ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স গত মঙ্গলবার শুরু হয়েছে। কোর্সে ৩৩তম বিসিএস ব্যাচের ১৫২ এবং ৩১তম ব্যাচের ১১ জনসহ মোট ১৬৩ জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ২৮ জন্য নারী কর্মকর্তা রয়েছেন।