বাংলাদেশ সফরে ডিএফআইডি`র শীর্ষ কর্মকর্তা
দারিদ্র্য বিমোচন ও মধ্যম আয়ের দেশে উন্নীতকরণের ক্ষেত্রে সহায়তা বাড়াতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) স্থায়ী প্রতিনিধি মার্ক লোকক বাংলাদেশ সফরে এসেছেন। রোববার তিনি ঢাকায় এসে পৌঁছান। এর আগেও একবার ডিএফআইডির শীর্ষ এই কর্মকর্তা বাংলাদেশ সফর করেছিলেন।
ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্ক লোকক তার সফরকালে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুন ব্যবসায়ী, ডিএফআইডি অর্থায়নপুষ্ট প্রকল্পের সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করবেন। এ সময় তারা বাংলাদেশে দারিদ্র বিমোচন ও মধ্যম আয়ের দেশে উন্নীতকরণের ক্ষেত্রে যুক্তরাজ্যর সহায়তার পরিমাণ কিভাবে বাড়ানো যায়, এ বিষয়ে আলোচনা করবেন।
এছাড়াও তিনি যেসব যুব মহিলা ও নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজস্ব ব্যবসা চালু করেছে তাদের সাফল্যর গল্প শুনবেন।
উল্লেখ্য, ডিএফআইডি বাংলাদেশে অন্যতম বৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগি সংস্থা। দেশের লাখ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ২ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৩ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৪ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৫ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’