ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধসে পড়া অংশে হঠাৎ তীব্র আগুন

প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

আগুনে পুড়তে থাকা গুলশানের ডিসিসি মার্কেটের ধসে পড়া অংশটিতে হঠাৎ করে আগুন আরো তীব্র হয়েছে। সকাল ১০টার কিছু আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও দেখা গেছে আগুনের তীব্রতা কমে এসেছিল।

কিন্তু ১০টার দিকে হঠাৎ করে সেখানে আগুনের তীব্রতা বেড়ে ওঠে।     

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা। তবে মেয়র আনিসুল হক বলেছেন, মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা।

dcc

তিনি বলেন, বৈদ্যুতিক ক্রটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক  শাহেদ শফিক জানিয়েছেন, পাশের ভবন থেকে মালামাল সরিয়ে নেয়া হচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এনএফ/এমএস

আরও পড়ুন