ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিসিসি মার্কেটের আগুন ইচ্ছাকৃত : দোকান মালিক

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

আবু তালেব নামে এক ব্যবসায়ী বলেন, একটি দুর্নীতিগ্রস্ত মহল দীর্ঘদিন ধরে আমাদের তুলে দেয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

সালাউদ্দিন আহমেদ নামে আরেক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, এটা পরিকল্পিত। মার্কেট ভেঙে দিয়ে বহুতল ভবন তৈরির অসম চুক্তি বাস্তবায়নেই ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তবে একপর্যায়ে পানির স্বল্পতা দেখা দিলে আশপাশের বসতবাড়ি থেকে এবং ঢাকা ওয়াসার দুটি গাড়ি এসে পানি সরবরাহ করে।

উল্লেখ্য, একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে সিটি কর্পোরেশন এই মার্কেট ভেঙে বহুতল ভবন তৈরির করার একটি চুক্তি করেছে। দোকান মালিকদের ‘স্বার্থবিরোধী’ এই চুক্তি বাতিল করে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে ব্যবসায়ীরা।

এআর/বিএ