ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পানির সংকট, আগুনের তীব্রতা বাড়ছে

প্রকাশিত: ১১:২৬ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করলেও সেখানে পানির সংকট দেখা দিয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে ডিসিসি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। তবে আগুন লাগার ৩ ঘণ্টা পরেও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভানোর এক পর্যায়ে পানির সংকট দেখা যায়। পরে স্থানীয়ভাবে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) সাংবাদিকদের জানান, আমরা চেষ্টা করছি আগুন যাতে পাশের মার্কেটে ছড়িয়ে না পড়ে। হাতিরঝিল থেকে পানি সরবরাহের ব্যবস্থা চলছে।

গুলশান-১ এর ডিসিসি মার্কেটটি দুভাগে বিভক্ত। এর একভাগে কাঁচাবাজার রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ব্যবসায়ীরা জানায়, মার্কেটে ৭-৮শ দোকান রয়েছে, যার মধ্যে কসমেটিসের দোকানও রয়েছে। কাঁচাবাজারের ভেতরে বেশ কয়েকটি দোকানে আগুনের সিলিন্ডার রয়েছে। আগুনে মার্কেটের এক-তৃতীয়াংশ ধসে গেছে।

সর্বশেষ রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে শ্বাসকষ্টের কারণে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এআর/বিএ