ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নয়াপল্টনে ককটেল হামলায় আহত ৪

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১৫ মার্চ ২০১৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে পর পর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন চারজন।

২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন গলির মুখে এ ককটেলগুলো বিস্ফোরিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ককটেলের আঘাতে দুই পুলিশ সহস্যসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ব্যাপারে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার আব্দুল জলিল জানান, তাদের কাছে এমন কোনো তথ্য নেই।

এ ব্যাপারে একাধিক বার পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করার পর আবার কেটে দেন।

পরে যোগাযোগ করা হলে পল্টন থানার এসআই ফরিদ হোসেন বলেন, ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শওকত (২৮) ও রাসেল (৩০) নামে দুই দোকান কর্মচারীকে আহতাবস্থায় আটক দেখিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। পরে হানিফ নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এসআই ফরিদ বলেন, ককটেল হামলার ঘটনায় সংশ্লিষ্ট এলাকা ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।

জেই/বিএ/এমএস