ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এসএসসির স্থগিত দুই পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৪ মার্চ ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত করা এসএসসি ও সমমানের দুটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী  স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৩ ও ৪ মার্চের পরীক্ষার নতুন সময়সূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গত ৩ মার্চ এসএসসি ও সমমানের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তা আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চের পরীক্ষা ২১ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

৮, ১০ ও ১১ মার্চ তারিখের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ/আরআই