ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫ দিনের রিমান্ডে ফারাবী

প্রকাশিত: ১০:১৮ এএম, ১৪ মার্চ ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুুরে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের এসআই সুব্রত গোলদার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার সকালে শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্ট ২০০৬ ও সংশোধনী ২০১৩ অনুযায়ী মামলাটি দায়ের করেন ডিবির পরিদর্শক ফজলুর রহমান। এর আগেও ৩ মার্চ ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।

# ফারাবীর বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা

বিএ/পিআর