ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খালেদা নিজ সিদ্ধান্তেই নির্বাচন করেননি

প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৪ মার্চ ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজ সিদ্ধান্তেই নির্বাচন করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  আরও বলেন, সেই নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তাঁর সেই ভুল সিদ্ধান্তের খেসারত কেন জনগণ দেবে?

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন। আদালতের নির্দেশনা মেনে খালেদা জিয়াকে আত্মসমর্পণের পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার আদালতের রায় মানতে বাধ্য হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব আবারও নাকচ করে শেখ হাসিনা বলেন, উনি আন্দোলনে ব্যর্থ হয়েছেন। আন্দোলনের নামে সহিংস কর্মসূচির প্রতি শুধু এ দেশের মানুষই নয়, অন্য কোনো দেশও সমর্থন দিচ্ছে না।

শেখ হাসিনা  আরো বলেন, দেশের মানুষ লেখাপড়া শিখুক, বিএনপির নেত্রী তা চান না। কিন্তু জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

এআরএস/আরআইপি