ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মংলায় ছাদ ধস : হতাহতদের ক্ষতিপূরণ প্রদানের দাবি

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৩ মার্চ ২০১৫

বাগেরহাটের মংলা শিল্প এলাকায় মংলা সিমেন্ট ফ্যাক্টরির ছাদ ধসে সাত জন শ্রমিকের মৃত্যু ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উন্নত চিকিৎসা ও যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন শ্রমিক নিরাপত্তা ফোরাম।

শুক্রবার শ্রমিক নিরাপত্তা ফোরামের আহবায়ক ড. হামিদা হোসেন ও সদস্য সচিব সৈয়দ সুলতানউদ্দিন আহম্মদ এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানানো হয়। একই সঙ্গে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কর্মক্ষেত্রে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। মংলায় মর্মান্তিক এই দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু ও অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনায় এটাই প্রমাণ করে যে, শ্রমিকের জীবনের নিরাপত্তা আজ চরম অবহেলায় নিপতিত।

কর্মক্ষেত্রে একের পর এক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় শ্রমিক নিরাপত্তা ফোরাম-এর নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরএস/পিআর