ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিত্রকর্মে আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজমা আক্তার

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় লেসেদ্রা আর্ট গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত সপ্তম লেসেদ্রা আন্তর্জাতিক পেইন্টিং ও মিশ্র-মাধ্যম প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ চিত্রকর্মের পু্রুস্কার অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমা আক্তার ।

এ প্রতিযোগিতায় বিশ্বের ৪৬টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। এতে স্লোভেনিয়ার শিল্পী ইভো মার্সনিক প্রথম স্থান অধিকার করেন।

প্রদর্শনীতে বাংলাদেশের চিত্রশিল্পী নাজমা আক্তার বিমূর্তধর্মী ছবি আঁকেন। এর আগে যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া ও ভারতে এই শিল্পীর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রপ্রেমীদের মেলবন্ধন তৈরিতে প্রতিবছর লেসেদ্রা আর্ট গ্যালারি এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে।

এছাড়াও চিত্রশিল্পী নাজমা আক্তারের শিল্পকর্ম বিভিন্ন সময়ে অনেক দেশে একক ও যৌথ প্রর্দশিনীতে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত,  বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সহধর্মিনী।

এসএম/জেডএ/আরআইপি