কেন্দ্রীয় কারাগারে র্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদ করে জনপ্রশাশন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাবের সাবেক তিন কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম এম রানা।
এর আগে সোমবার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় ওই তিন কর্মকর্তাসহ ১৩ জনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠান।
শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তাকে পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২০ আগস্ট আসামিদের আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা