ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০২:১২ পিএম, ১১ মার্চ ২০১৫

রাজধানীর মোহাম্মপুর ও কারওয়ান বাজার এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ী ও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার বিকেল পৌঁনে ৪টার থেকে ৬টার মধ্যে র‌্যাব-২ আভিযান চালিয়ে তাদের আটক করে। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এসএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগোনিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন ১২/বি প্রধান সড়কের মোহাম্মদীয়া হাউজিংয়ের ২য় তলায় অভিযান চালিয়ে একেএম আমিনুল এহছান লিটুকে গ্রেফতার করা হয়। লিটু দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

অপরদিকে, বিকেল ৫টায় র‌্যাবের অপর একটি দল মোহাম্মদপুরের হাজী সিনু মিয়া রোডে গাঁজা বিক্রয়কালে মোছাঃ জুলেখা বেগম নামক এক মাদক ব্যবসায়ীকে দুইকেজি গাজাসহ আটক করেন।

এছাড়া সন্ধ্যা ৬টায় কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১১ হাজার টাকাসহ জামাল ও মুক্তা নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ও জানান তিনি ।

জেইউ/এএইচ/আরআই