ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণের পক্ষে নেপাল

প্রকাশিত: ১১:৪১ এএম, ১১ মার্চ ২০১৫

বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রাখতে চায় নেপাল। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরব বলেন, বাংলাদেশের আর্ন্তজাতিক মানসম্পন্ন মিলিটারি ইনস্টিটিউটগুলো থেকে নেপালের সামরিক কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত রাখতে আগ্রহী। কেননা, বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অব বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২১৫ জন নেপালি সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা লাভবান হয়েছেন।

সাক্ষাৎকালে নেপালের সেনাপ্রধান তার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এএইচ/আরআই