ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়েদের বিয়ের বয়স ১৬ নয় ১৮ বহাল রাখার দাবি

প্রকাশিত: ০২:২৫ এএম, ১১ মার্চ ২০১৫

নতুন খসড়া বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ যুক্তিসংগত কারণে মা-বাবা বা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো নারী বিয়ে করলে সে অপরিণত বয়স্ক বলে গণ্য হবে। এমন ধারা সংযোজন করার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতারা। তারা মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই বহাল রাখার জোর দাবি জানিয়েছেন।

সামাজিক প্রতিরোধ কমিটির ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের নেতারা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইনে এই ধারা সংযোজন করলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না। তা করা হলে সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত শিশু অধিকার সনদে স্বীকৃত শিশুর বয়স যে ১৮ আছে তার সঙ্গে সাংঘর্ষিক হবে।

এছাড়াও এর নেতিবাচক প্রভাব নারীর স্বাস্থ্য, ক্ষমতায়ন, সিদ্ধাস্তগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর পড়বে। একই সঙ্গে নারীর সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে। প্রজনন স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে। সূত্র : দৈনিক যুগান্তর

এসএইচএ/এমএস