অপারেশনের নাম ‘রিপোল ২৪’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আশকোনার জঙ্গি আস্তানায় অপারেশনের নাম রিপোল ২৪, অর্থাৎ ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর এই অভিযানও প্রসারিত হয়েছে।
শনিবার পৌনে ৫ টায় রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিমের অভিযান শেষে ঘটনাস্থলের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এখানে তিনটি শিশুসহ মোট ৭ জন ছিল। এদের মধ্যে দুটি শিশুসহ চারজন আত্মসমর্পণ করেছে। এক শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি দুজনের মৃতদেহ ভবনের ভেতর পড়ে আছে। যেহেতু সেখানে গ্রেনেড ও বিস্ফোরক আছে তাই এখন সেখানে বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে।
শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
এআর/জেএইচ/জেআইএম