ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শোলাকিয়া ও গুলশানের হলি আর্টিজানে সফল অভিযানের পর আমরা মনে করেছিলাম দেশে জঙ্গি কার্যক্রম শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে তা ভিন্ন। তলে তলে এখনো অনেকেই জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার উদাহরণ দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে আজকের ঘটনা।

শনিবার রাজধানীর জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণকিশোরী আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের ৪৯১টি উপজেলা থেকে আগত ষষ্ঠ থেকে নবম শ্রেণির কিশোরীরা অংশগ্রহণ করে।

ওবায়দুল কাদের বলেন, আজকেও দুইজনকে আটক করা হয়েছে। আর জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জঙ্গিদের বিষয়ে সরকার অবগত আছে।

এ সময় আরো উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন প্রমুখ।

এমকে/বিএ/জেআই

আরও পড়ুন