ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সামাজিক ও চেতনার বিপ্লব দরকার : র‌্যাব ডিজি

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ মার্চ ২০১৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, “মানুষ কিভাবে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে। ১৯৭১ সালের পর এমন দৃশ্য এখন দেখতে হচ্ছে। এর শেষ কোথায়? এমন দৃশ্যের অবতারণা বন্ধে সামাজিক বিপ্লব দরকার, চেতনার বিপ্লব দরকার। এই পশ্চাদপদতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, বিশ্বের অনেক কিছুতে বাংলাদেশ শীর্ষ দশের ভিতরে আছে। এসব করার ক্ষেত্রে কাজ করেছে সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে আমাদের সময় এসেছে মুক্তিযদ্ধের চেতনা ধারণ করে তাদের রুখে দেয়ার।

তিনি বলেন, ১৯৯৫ সালের আগেও কেউ বলতে সাহস করেনি মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকার কথা। ১৯৯৯ সাল থেকে পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা উঠে আসে।

তিনি আরো বলেন, গণমানুষের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা তা আরও বেগবান করতে হবে। এ ক্ষেত্রে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, সহকর্মীদের শহীদ হতে দেখেছেন তাদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজারবাগে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের স্মরণে জাদুঘর তৈরির যে প্রক্রিয়া চলছে এবং আজ (মঙ্গলবার) যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তা আমাদের পুলিশ বাহিনীকে আরও বেগবান করবে। জাতির যে একটি গৌরবময় অতীত ঐহিত্য রয়েছে এবং সে সময় পুলিশ বাহিনীর যে অপরিসীম ভূমিকা ছিল তা স্মরণে রাখবে বাংলাদেশ।

জেইউ/আরএস/আরআই