সেনাপ্রধানের সঙ্গে নেপাল সেনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সাথে বাংলাদেশ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে নেপালের সেনা প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এছাড়াও নেপালের সেনাবাহিনী প্রধান বাংলাদেশের নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সাথে বনানীতে নৌ সদরদপ্তরে এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সাথে বিমানবাহিনী সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানার নেতৃত্বে নেপাল সেনাবাহিনীর ৪-সদস্যের এক প্রতিনিধি দল গতকাল সোমবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
আরএস/পিআর