ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

প্রকাশিত: ১০:৫৯ এএম, ১০ মার্চ ২০১৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মঙ্গলবার এ সিলেবাস প্রকাশ করা হয়।

জানা গেছে, ছয়টি আবশ্যিক বিষয় (বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি) ছাড়াও পদ অনুযায়ী পৃথক আরও ৮৪টি বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।

এর মধ্যে বাংলা প্রথম পত্রে ১০০ নম্বর, দ্বিতীয় পত্রে (সাধারণ ক্যাডারদের জন্য) ১০০ নম্বর, ইংরেজি প্রথম পত্রে ১০০ নম্বর, দ্বিতীয় পত্রে ১০০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী ২০০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ নম্বর, গাণিতিক যুক্তিতে ৫০ নম্বর, মানসিক দক্ষতায় ৫০ নম্বর, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বর।

এর আগে গত ৬ মার্চ নতুন সিলেবাস অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এএইচ/আরআই