নূর হোসেনকে ফিরিয়ে আনাতে আদালতের নির্দেশ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি ভারতের কলকাতায় গ্রেপ্তারকৃত নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের ওই আদেশটি সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডলকে হস্তগত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ই জুন ভারতে দুইজন সহযোগীসহ নূর হোসেন গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। তবে তাকে ভারতে গ্রেপ্তারের পর ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে আদালতে কোন আবেদন করা হয়নি। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আবেদন করে। গত ১০ই আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম ওই আবেদনের আদেশে নূর হোসেনকে দ্রুত দেশে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনতে নির্দেশ দেন। নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের এস আই আশরাফুজ্জামান ম্যাজিস্ট্রেটের আদেশের সত্যতা স্বীকার করেছেন। এদিকে সাত খুনের পর এত দেরি করে নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনতে তদন্তকারী কর্মকর্তা আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান।
এর আগে গত ২৭শে মে নূর হোসেনকে গ্রেপ্তার করতে ইন্টারপোল রেড ওয়ারেন্ট জারি করে। রেড ওয়ারেন্টভুক্ত করতে গত ২২শে মে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পরে পুলিশ সদর দপ্তর রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়।