ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইএসের হাতে অপহৃত বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকাশিত: ১০:২১ এএম, ০৯ মার্চ ২০১৫

লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে অপহৃত বাংলাদেশির পরিচয় মিলেছে। অপহৃত ওই বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তিনি জামালপুর জেলার বাসিন্দা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার আইএস সদস্যরা শহরটির আল-গনি তেলক্ষেত্র থেকে এক বাংলাদেশিসহ মোট ৯ বিদেশি নাগরিককে জিম্মি করে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, তেলক্ষেত্রটির ১১ নিরাপত্তারক্ষীকে হত্যার পর সেখানকার এই ৯ বিদেশিকে জিম্মি করে আইএস সদস্যরা।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এখন ওই জিম্মি বাংলাদেশির হদিস খুঁজে বের করার চেষ্টা করছে। একই সঙ্গে লিবিয়ার জাতীয় তেল কোম্পানির সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বিএ/আরআই