ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করা হোক : ড. মিজানুর রহমান

প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ মার্চ ২০১৫

`চলতি এসএসসি পরীক্ষার সময় প্রয়োজনবোধে জরুরি অবস্থা জারি করে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করা হোক। আমার মনে হয়, এটা করলে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ইতিবাচক হিসেবেই গ্রহণ করতো এবং সকলের জন্য মঙ্গল হতো।`

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান বলেন, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকারের জরুরি অবস্থা জারি করে চলমান হরতাল অবরোধ অবৈধ ঘোষণা করা উচিত ছিল।

তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। এসএসসি পরীক্ষা চলাকালীন বারবার হরতাল ডেকে বিএনপি তা প্রমাণে ব্যর্থ হয়েছে। কারণ তারা পরীক্ষার্থীদের শিক্ষাজীবন বাঁধাগ্রস্ত করেছে।

এমজেড/বিএ/আরআই