ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বড় অংশগ্রহণ দেখাবেন খোকন

প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৭ মার্চ ২০১৫

ঐতিহাসিক ৭ মার্চকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বড় অংশগ্রহণ দেখাবেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। তিনি ৫৬টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জনসভায় যাবেন বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে এটিই বড় কোনো জনসভা।

জানতে চাইলে সাঈদ খোকন জাগোনিউজকে বলেন, ৭ মার্চ আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক দিন। বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দানে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতার ডাক দেন। দিবসটি পালনে আমি আমার নির্বাচনী অংশের ৫৬টি ওয়ার্ডের কর্মী সমর্থকদের অংশ নিতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, এটি আমাদের প্রাণের অংশ। আমার মা সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তার নির্দেশের পর এটিই প্রথম বড় কোনো রাজনৈতিক কর্মসূচি। যেহেতু রাজধানীতে কর্মসূচি তাই আমাদের সরব উপস্থিতি থাকবে।

জানা গেছে, সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। সাঈদ খোকন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বয়সে তরুণ সাঈদ খোকনকে সিটি নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করে প্রধানমন্ত্রী নতুন চকম দেখিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএ/বিএ/এমএস