কামারুজ্জামানের রিভিউ শুনানির তারিখ জানা যাবে রোববার
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদনের ওপর শুনানি কবে হবে সে বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার কামারুজ্জামানের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, চেম্বার আদালতে শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আমরা বলেছি, এটা শুনানি হওয়া দরকার। আদালত বলেছে রোববার তারিখ জানিয়ে আদেশ দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ মনির সর্বোচ্চ আদালতের রায় রিভিউয়ের জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এরপর রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার আদেশের দিন ঠিক করে দেন।
এএইচ/আরআই