ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অগ্নিদগ্ধদের অর্থ দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৫ মার্চ ২০১৫

নিজের লেখা বই বিক্রির অর্থ দিয়ে হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য সহায়তা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৫৪ অগ্নিদগ্ধের হাতে মন্ত্রী এ অর্থ তুলে দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি বলেন, নিজের লেখা বিক্রিত বইয়ের ‘রয়েলিটি’ বাবদ প্রাপ্ত সব অর্থের সঙ্গে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার অনুদান তিনি দগ্ধদের হাতে তুলে দেন।

মন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মজীবনীমূলক বই `জীবনস্মৃতি: সব মনে নেই` ও উপন্যাস- `গাঙচিল` বই দু`টি এবারের বইমেলায় ব্যাপক সাড়া ফেলে। শুধু তাই নয় বই দুটি মেলায় সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় জায়গা করে নেয়।

বিএ/আরআই