ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিপিসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১১-১৭ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠেয় ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগদানের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়েন তিনি।

লন্ডনে অবস্থানকালে তিনি ৬২তম সিপিসি’র বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফর শেষে ১৮ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ প্রতিনিধিদ লের সদস্য হিসেবে সিপিএ নির্বাহী কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং শিরিন নাঈন এমপি সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এইচএস/এসএইচএস/জেআই