ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোদীকে ঢাকায় না আসতে কাদের সিদ্দিকীর আহবান

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৫ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ঢাকায় না আসার আহবান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতার লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বুধবার মতিঝিলে অবস্থান কর্মসূচির ৩৬ তম দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোদির উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন না। আপনি বাংলাদেশে আসবেন না। যদি আসেন তাহলে ফুলের মালার পরিবর্তে জ্বলন্ত বাংলাদেশ থেকে যন্ত্রনার মালা নিয়ে যেতে হবে।সরকার মোদিকে যে আমন্ত্রণ জানিয়েছে এতে নৈতিক সমর্থন না দিতেও তিনি আহ্বান জানান। কাদের সিদ্দিকী বলেন, কঠোর পুলিশি নিরাপত্তা বেষ্টনির মধ্যেই যদি অভিজিতকে হত্যা করে দুর্বৃত্তরা নির্বিঘ্নে চলে যেতে পারে, তাহলে প্রধানমন্ত্রী যাদের কাছে আছেন তাদের কাছে তার নিরাপত্তা কতটুকু নিরাপদ ? প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বিদেশিদের সঙ্গে আলোচনা করতে  পারেন, তাহলে স্বদেশিদের সঙ্গে আলোচনা করতে আপনার সমস্যা কোথায়? দেশের শান্তির জন্য প্রয়োজনে চারালের সঙ্গে আলোচনায় বসুন।

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, রাজনীতি করলে গ্রেফতার হতেই হয়। তবে সরকার যদি এখন খালেদা জিয়াকে গ্রেফতার করে তাহলে সরকারের পতন আরো ত্বরান্বিত হবে। সূত্র : যুগান্তর

এসএইচএ/এআরএস/আরআইপি