ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ঘোড়াশালে নতুন বিদ্যুৎ প্রক্ল্প

প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৪ মার্চ ২০১৫

নরসিংদীর ঘোড়াশালে ২ হাজার ৫১৯ কোটি টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। এ ছাড়া ৩ হাজার ৫১১ কোটি টাকা ব্যয়ে মোট ৭ প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ প্রকল্পের কাজ ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরও ২৪৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এ ছাড়া সভায় অনুমোদিত সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫৩৭ কোটি টাকায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় চার তলা ভিত্তির ওপর ১৩৯টি একতলা উপজেলা ভূমি অফিস এবং সাত বিভাগের ৬১ জেলায় ৫০০ ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হবে।

সংশ্লিষ্ট জেলার গণপূর্ত দফতর ও ভূমি মন্ত্রণালয় ২০১৯ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।

দেশে বিদ্যমান উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো পুরনো ও জরাজীর্ণ। ফলে জমির রেকর্ড ব্যবস্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে পাঁচটি পর্যায়ে দেশের মোট ৩৪৫টি উপজেলা এবং এক হাজার ১৪টি ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো এ সংক্রান্ত প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হল।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হল : ১২৩ কোটি টাকা ব্যয়ে শেরেবাংলা নগরে বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয়ের জন্য ৩ বেজমেন্টের ১৪তলা ভবন নির্মাণ (প্রথম সংশোধিত), ২২৫ কোটি টাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের চট্টগ্রাম (অক্সিজেন সার্কেল)-হাটহাজারী অংশের ডিভাইডারসহ প্রশস্তকরণ (প্রথম সংশোধিত), ২৮ কোটি টাকায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স প্রতিষ্ঠা, সায়েদাবাদ পানি শোধনাগার প্ল্যান্টের পর্যায়-২-এ বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে ৩৫ কোটি টাকায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ এবং ৪১ কোটি টাকায় তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান এবং বিকেএসপিতে ক্রীড়া সুযোগ-সুবিধার আধুনিকীকরণ।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেকে মোট ৩ হাজার ৫১১ কোটি টাকায় ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের ১ হাজার ৫৩ কোটি টাকা সরকারি কোষাগার এবং ২ হাজার ৪১ কোটি টাকা প্রকল্প সহায়তা এবং অবশিষ্ট ৪১৭ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে। এর মধ্যে ৫টি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প। সূত্র : যুগান্তর

এসএইচএ/এআরএস/এমএস