শাহবাগে হাতবোমা বিস্ফোরণ, আহত ২
শাহবাগের গণজাগরণ মঞ্চ সংলগ্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দু’জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণজাগরণ মঞ্চের পেছনে জাদুঘরের প্রধান ফটকে এ বিস্ফোরণে শহিদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪০) নামে দুই রিকশা চালক আহত হয়েছেন।
আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেইউ/আরএস/পিআর