৫ মার্চ প্রাণ আপ কনটেস্টের ড্র
প্রাণ আপ নেপাল রোমান্স কনটেস্টের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় পিকাসো রেস্টুরেন্টে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। যেখানে লটারির মাধ্যমে তিনজন দম্পতিকে নির্বাচন করা হবে।
লটারির মাধ্যমে বিজয়ী তিনজন দম্পতি পাবেন নেপাল ট্যুরের টিকেট। এছাড়া বিজয়ীদের সাথে ডিনারে অংশগ্রহণ করবে অভিনেত্রী পরীমনি এবং আরিফিন শুভ।
প্রাণ আপের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন সবার জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র এসএমএস-এর মাধ্যমে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, প্রাণ আপের সাথে ছিলেন, প্রাণ আপের সাথে আছেন, ভবিষ্যতেও প্রাণ আপের সাথে থাকার প্রত্যয়ের মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো দেশীয় কোমল পানীয় পণ্য প্রাণ আপ এর সেলিব্রেশন পার্টি। প্রাণ আপের ফেসবুক ফ্যান পেইজে এক লাখ ফ্যান হওয়ায় রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন- মিডিয়ার আলোচিত মডেল অভিনেত্রী পরী মনি। এছাড়াও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন পাওয়ার ভয়েস তারকা মৌসুমী।
আরএস/পিআর