ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৭ গুণীজনের নাম ঘোষণা!

প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৩ মার্চ ২০১৫

আমিন জুয়েলার্স গুণীজন সম্মাননার জন্য মনোনীত ২৭ জনের নাম প্রকাশ করেছে জুরি বোর্ড।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণা করেন জুরি বোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সংবাদ সম্মেলনে আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম বলেন, আমিন জুয়েলার্স ২০১৬ সালে ৫০ বছর পূর্ণ করবে। দেশের মানুষের কাছে এ প্রতিষ্ঠান ঋণী ও দায়বদ্ধ। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের সম্মাননা দেওয়া হবে। সম্মাননা হিসেবে প্রত্যেককে দুই ভরি ওজনের একটি করে সোনার মেডেল, নগদ তিন লাখ টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হবে।

ঘোষিত ২৭ গুণীজন হলেন, জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ (মরণোত্তর), কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়া, বিজ্ঞানী এএম হারুন অর রশিদ, চিকিৎসক অধ্যাপক এ কে আজাদ খান, মুক্তিযোদ্ধা কাঁকন বিবি, প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী, সাংবাদিক তোয়াব খান, রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা, প্রথম নারী সাংবাদিক নূরজাহান বেগম, ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, কবি ও সাংবাদিক মহাদেব সাহা, চিত্রশিল্পী মুর্তজা বশির, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, প্রগতিশীল চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার, আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, অভিনেতা নায়ক রাজ রাজ্জাক, সংগীতশিল্পী রুনা লায়লা, প্রথম নারী ফটোসাংবাদিক সাইদা খানম, বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া, নজরুল সংগীত শিল্পী সুধীন দাশ ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী আমিনুল ইসলাম, জুরি বোর্ডের সদস্য বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএএস/আরআই