ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আগারগাঁওয়ে বাসচাপায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:০২ এএম, ০৩ মার্চ ২০১৫

রাজধানীর কাফরুল থানাধীন আগারগাঁও এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. আলিফ (২১) নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও লাইট ক্রসিং এলাকায় এ দুঘর্টনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। তিনি জাগোনিউজকে জানান, সকালে আগারগাঁও লাইট ক্রসিং এলাকায় মিরপুর থেকে আজিমপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি আলিফকে চাপা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আলিফ।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজ জাগোনিউজকে বলেন, আলিফ ঢাকার ভাটারা এলাকায় থাকতেন। সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্র। আলিফের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

জেইউ/বিএ/আরআইপি