ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইতালী থেকে ১২ বাংলাদেশীকে দেশে ফেরত

প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৩ মার্চ ২০১৫

ইতালী থেকে ১২ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালির ইমিগ্রেশন পুলিশ। সোমবার এক সূত্রে জানা যায় গত সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৪ জন এবং সোমবার ৮ জন বাংলাদেশী ইতালী যান।

রোমের লিউনার্দো দ্যা ভিঞ্চি (ফিমিছিনো) বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাদের তদন্ত করে নিশ্চিত হয় যে, তারা অবৈধভাবে ইতালীতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের কারোরই সঠিক নোলয়াস্তা কিংবা ইতালীয় সরকারের কোন কাগজপত্র ছিলনা। অনেকের পাসপোর্টে ছবি পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আবার অনেকের পাসপোর্ট ও ডকুমেন্টে নাম, জন্ম তারিখসহ অন্যন্য তথ্যাবলীও সঠিক ছিলনা বিধায় ইমিগ্রেশন পুলিশ দুই ফ্লাইটে আসা মোট ১২ জনকে ২রা মার্চ রাত ৮টায় বিজি ৫৬ এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরত পাঠায়।

এআরএস/আরআইপি