লঞ্চ অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত
মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মায় ডুবে যাওয়া ‘পিনাক-৬’ লঞ্চটির খোঁজ মেলার আগেই অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
মাওয়ায় পদ্মা রেস্ট হাউসে সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ডিসি জানান, সর্বশেষ তথ্য মতে লঞ্চডুবিতে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সনাক্ত করা হয়েছে ২৮ জনকে। অজ্ঞাত ১৮ মৃতদেহের মধ্যে ১৭টি দাফন সম্পন্ন হয়েছে। একজনের মৃতদেহ মাদারীপুরের শিবচরের পাচ্চর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। তালিকা অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন ৬১ জন।
প্রসঙ্গত, মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে আসার পথে উঁচু ঢেউ ও স্রোতের টানে গত সোমবার সকাল ১১টার দিকে ডুবে যায় ‘পিনাক-৬’ লঞ্চটি। লঞ্চে দুই শতাধিক যাত্রী ছিল।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা