ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদ্মায় যাচ্ছে জাগো নিউজ টিম

প্রকাশিত: ০৩:২৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

পদ্মার মাঝ থেকে ভেসে আসছে স্বপ্ন বোনার ডাক। পদ্মার বুক চিরে নিত্যদিন বোনা হচ্ছে ‘স্বপ্ন’। স্বপ্নের পদ্মাসেতু। মানুষের পদ্মাসেতু। শত চ্যালেঞ্জ আর বাধা উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে সেতুর নির্মাণ কাজ। যে উন্নয়নের মহসড়কে বাংলাদেশ, সে মহাসড়কে বাড়তি গতি আনছে স্বপ্নের এই পদ্মাসেতু।

বাংলাদেশ পারে, বাঙালি পারে তা আরেকবার প্রমাণ হচ্ছে নিজ অর্থায়নে এ সেতু নির্মাণের মধ্য দিয়ে। সমালোচনা থাকলেও সেতু নির্মাণে সরকারের এ চ্যালেঞ্জে সংহতি ছিল গণমানুষের। বিশ্ব ব্যাংকের অভিযোগের তীর ফিরিয়ে দিয়ে সাধারণ মানুষেরাই হাল ধরেছে পদ্মায়।

খবর আসছে পদ্মা নদীর দুই পারে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। চলছে সেতুর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য রাস্তা নির্মাণ, মাটি পরীক্ষা, নদীর ওপর প্লাটফর্ম নির্মাণ, পাইল তৈরিসহ বিভিন্ন কাজকর্ম। এছাড়া নদীর তীর থেকে বিশাল ক্রেনের মাধ্যমে মালপত্র উঠানামার কাজ চলছে।

পদ্মা নদীর দুই পাড়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পাড়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মেদেনীম ও কুমারভোগ দুটি ইউনিয়নের মধ্যে দিয়ে নির্মাণ করা হচ্ছে এই সংযোগ সড়ক। ওপাড়ে শরিয়তপুর জেলার জাজিরা থানার নাওডোবা ইউনিয়নের মধ্যে দিয়ে সাড়ে ১০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে। চার লেনের এ সংযোগ সড়কের মাটি ফেলার কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও বিটুমিন ফেলার কাজ শুরু হয়েছে। এই সড়কের মধ্যে ৯৭০ মিটারের ৫টি ছোট সেতু, ১৯টি বক্স কালভার্ট, ৮টি আন্ডার পাস ও টোলবুথ নির্মাণ প্রক্রিয়া চলছে। এজন্য রড, পাথর, বালু ও সিমেন্টসহ অন্যান্য উপকরণ জড়ো করা হয়েছে নদীর পাড়ে। নৌ-পথে আনা বিভিন্ন উপকরণ খালাস কাজ চলছে।

পদ্মাসেতু নির্মাণের শুভাকাঙ্খী এবং সাক্ষী হয়ে থাকতে চায় দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। শুরু থেকেই পদ্মাসেতু সংশ্লিষ্ট সব সংবাদ বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে জাগো নিউজ।

এবার সরেজমিনে গিয়ে পদ্মা সেতুর সংবাদ তুলে আনতে চায় জাগো নিউজ। আজ সোমবার পদ্মায় যাচ্ছে জাগো নিউজ টিম। টিমে রয়েছেন, উপ-প্রধান প্রতিবেদক সিরাজুজ্জামান, জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবু, নিজস্ব প্রতিবেদক মামুন আব্দুল্লাহ ও আবু সালেহ সায়াদাত এবং  আলোকচিত্রী মাহাবুব আলম।

জাগো নিউজের এই আয়োজনে থাকবে খবরের পেছনের খবর, মানুষের স্বপ্নগাথা, ফিচার, অনুসন্ধানসহ আরো ভিন্ন কিছু। আর এই আয়োজনের সব প্রয়াসই জাগো নিউজের পাঠকদের জন্য।

এএসএস/এআরএস/এমএস